প্রদেশ কংগ্রেস দপ্তরে বিজেপি কর্মীদের হামলার প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসি সভাপতি রতন কুমার সরকার। তিনি বলেন, “আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী আজ জনস্রোত, জনজোয়ারে পরিণত হয়েছেন। সেই জনপ্রিয়তায় ভীত হয়েই বিজেপি প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা চালিয়েছে।” তিনি এই ঘটনাকে তীব্র নিন্দা করেন এবং অভিযোগ করেন, গণতান্ত্রিক রাজনীতিকে রুখতে গিয়ে বিজেপি এই ধরনের হামলার আশ্রয় নিচ্ছে।