মঙ্গলবার কাঞ্চনপুর বাজারে বাজার কমিটি আয়োজিত সিদ্ধিদাতা গণেশ পূজার শুভারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্র কর,সমাজসেবী অরুন চন্দ্র নাথ, সমাজসেবী তাপসেন্দু নাথ, সমাজসেবী গৌতম রায় মহোদয়, সমাজসেবী সঞ্জু বণিক মহোদয়, কাঞ্চনপুর বাজার কমিটির সভাপতি মোহন নাথ মহোদয়, বাজার কমিটির সহ সম্পাদক অজয়_পাল মহোদয় সহ অন্যারা।