পুজোর আগেই মাথায় হাত পূর্ব বর্ধমান জেলার,কাটোয়া ২ব্লকের বেশকিছু এলাকার চাষীদের। অতি বৃষ্টির জের কাটোয়া ২ ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের করুই ও পাঁজোয়া মৌজআর অন্তর্গত নতুন গ্ৰামের মাঠে বন্যা পরিস্থিতি হয়েছে। যার জেরে ভাসছে প্রায় কয়েক হাজার ধানের জমি। চাষীরা জানান নতুন গ্ৰামের মাঠের পাশেই রায়েছে ব্রহ্মাণী নদী। সেই নদীর জল পাশ হওয়ার জন্যে একটি ক্যানেল আছে। দীর্ঘদিন ক্যানেল সংস্কার না হওয়ার জন্যে জল জমে যাচ্ছে। সেই কারণেই চাষের জমি জলের তলায়।