অশান্তির জেরে উত্তপ্ত নেপাল! নেপালের অশান্তি থেকে ভারতকে নিরাপদ রাখতে সীমান্তে বাড়ানো হল নজরদারি।ছাত্র আন্দোলনে অশান্ত, জ্বলছে হিমালয় রাষ্ট্র নেপাল। ইতিমধ্যে আন্দোলণের আঁচে মৃত্যু হয়েছে ২১ জনের। আহত অন্তত চারশো আন্দোলণকারী। এই অবস্থায় নেপালের কৃষিমন্ত্রী, আইনমন্ত্রী সহ মোট নয় জন পদত্যাগ করেন। তবে কোনভাবেই নেপালের আন্দোলণের আঁচ এদেশে ছড়িয়ে না পড়ে সে জন্য একাধিক ব্যাবস্থা নিল কেন্দ্র ও রাজ্য সরকার।