আলিপুরদুয়ার শহরে দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপ দেখতে অনেকেই ভিড় করছেন।বিভিন্ন রাজনৈতিক দল আবার স্টল খুলেছে শহরের মূল রাস্তার দুই দিকে।সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শহরের কোর্ট মোড় এলাকায় পুস্তক বিক্রয় কেন্দ্র খুললো CPI(M)-এর সদর লোকাল কমিটির সদস্যরা।এদিন সেই পুস্তক বিক্রয় কেন্দ্র উদ্বোধনে শহরের বিভিন্ন এলাকার CPI(M) নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।