চাপড়ার সীমানগর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আনারুল মোল্লা (২৯)। তার বাড়ি চাপড়ার বাঙালঝিতে। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি গ্রামে গ্রামে ঘুরে ভাঙারি ব্যবসা করতো। শনিবার সকালেও সেই কাজে বেড়িয়েছিলেন তিনি। চাপড়ার সীমানগরের একটি মদের দোকানের পাশে ঝোপের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।