প্রান্তিক মৎস্যজীবি দের উপকরণ বন্টন শিবির আয়োজিত হল কৃষিতথ্য ও উপদেষ্টা কেন্দ্র, আতমা , বর্ধমান ২ ব্লকের উদ্যোগে।ব্যবস্থাপনায় বর্ধমান দুই ব্লক মৎস্য দফতর। বুধবার বর্ধমান ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা করণ প্রাঙ্গনে। ব্লকের ১৮ জন প্রান্তিক মৎস্যজীবি কে হাঁড়ি, প্লাস্টিক ট্রে, খেপলাজাল, ও ওষুধ বিলি করা হল। এদিন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আতমা চেয়ারম্যান, দেবদীপ রায় জানান, ব্লকের মূলত প্রান্তিক মৎস্যজীবি যারা নদীনালা, খালবিল, ডোবায় মাছ ধরে জীবিকা অর্জন