এবছর কৃষ্ণনগর পালপাড়া দাসপাড়া মহিলা বৃন্দ প্রচলিত বারোয়ারির পুজো প্যান্ডেল হয়েছে নেপালের জানকি মন্দিরের আদলে তৈরি। পঞ্চমীর সন্ধ্যে থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ অষ্টমীর সন্ধ্যায় কৃষ্ণনগর পালপাড়া দাসপাড়া মহিলা বৃন্দ পরিচালিত পুজো প্যান্ডেল দেখতে উপচে পড়লো দর্শনার্থীদের ভিড়।