এক গৃহবধূর জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর 2 নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা এক গৃহবধূ সোমবার সকালে অন্যান্য দিনের মতন তার স্বামীর সাথে স্থানীয় সিঙ্গারা পুকুর নামের একটি পুকুরে স্নান করতে যান। অভিযোগ, স্নান করে স্বামী উঠে এলেও ওঠেননি ওই গৃহবধূ। পরে পুকুর থেকেই তার নিথর দেহ উদ্ধার হয়। পরে স্থানীয় মানুষজন ওই গৃহবধূকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।