আজ শনিবার কাল সকালে খড়গপুর শহরে চা চক্রে দিলীপ ঘোষ. এদিন সকাল প্রায় সাতটা নাগাদ খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায় চা চক্র করেন দিলীপ ঘোষ. দিন সকালে নিজের বাংলো থেকে মর্নিং ওয়াক শুরু করেন দিলীপ ঘোষ, সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছান খড়গপুর স্টেশন সংলগ্ন বোগদা এলাকায়, সেখানেই চা চক্র করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কথা বলেন দলীয় নেতাকর্মীদের সাথে।