বাঁধ ভেঙে গোটা ভুতনি প্লাবিত হওয়ার পর জল নেমেছিল। তবে নতুন করে গঙ্গা নদীর জলস্তর বাড়তে আবারও গোটা ভুতনি প্লাবিত হয়েছে। এমন অবস্থায় মানুষের দুর্ভোগ যেন ক্রমাগত বেড়ে চলেছে। দক্ষিণ চন্ডিপুরের কাটাবাদ যে অংশে বাঁধ ভেঙেছিল সেই এলাকার দিয়ে জল ঢোকা আটকানো তে প্রশাসনের জন্য জোর কদমে কাজ শুরু করেছেন।মাটি ও বালি ভর্তি বস্তা ফেলে তৎপরতার সাথে কাজ চালানো হচ্ছে।জল ঢোকা আটকানোতে এই ধরনের তৎপরতা প্রশাসনিক স্তরে।তবে কাজকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ তুলছেন গ্রামবাসী।