নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক ব্যক্তি। রবিবার সকাল ১০:৪০ মিনিট নাগাদ এই তথ্য নিশ্চিত করে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ। জানা গেছে গতকাল গভীর রাতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নটকোবাড়ি চৌপথি কুর্শাহাট সড়কে ডোলেরপাট এলাকায় একটি মোটরসাইকেল আরোহীকে আটক করে তার কাছ থেকে ১৩৩ গ্রাম নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেন। ধৃত ব্যক্তির নাম বাছের আলী। ধৃতের বিরুদ্ধে NDPS আইনে নির্দিষ্ট ধারায়