মঙ্গলবার সকালে মন্তেশ্বর ব্লকের অধীনে আকবরনগরে ঘুমন্ত অবস্থায় নিজের বাবা গোলাম মোস্তফা মন্ডল কে খুন করে ছেলে জাহিদুল মন্ডল, এমনই অভিযোগ করেছে মৃতের মেয়ে রুকসানা। জানা যায় তাঁর ভাই বাড়িতে ঠিকঠাক কাজ কর্ম করতেন না তাই প্রায় বাবার সাথে অশান্তি হোতো। হয়তো সেই কারণে ভাই জাহিদুল মন্ডল এই কান্ড ঘটিয়েছে। শুনবো সংবাদমাধ্যমে তিনি আর কী বললেন