আসানসোল রেল মণ্ডলের RFP এর বিরুদ্ধে অভিযোগ আসানসোল দক্ষিণ থানায় INTTUC নেতা রাজু আলুওয়ালিয়ার দিন কয়েক আগে আসানসোল রেল মণ্ডলের অধীন আসানসোল পৌর নিগমের কাছে অবৈধ ভাবে দখল করে রাখা দোকানদার খালি করায় রেল পুলিশ তখন বিক্ষোভ দেখায় আসানসোলের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। আজ ফের রেল পুলিশের বিরুদ্ধে শরব হলের inttuc নেতা। আজ দুপুর ১টায় আসানসোল দক্ষিণ থানায় এলাকায় দোকানদার নিয়ে এসে থানাতে এক অভিযোগ তুলে দিলেন রেল পুলিশের অধিকারীকের বিরুদ্ধে