লহরিয়া শিব মন্দির সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধনে উপস্থিত বিধায়ক, সাইকেল ম্যান, পদ্মশ্রী ও ছ একাডেমি পুরস্কার প্রাপক । রবিবার বিকাল প্রায় চারটা নাগাদ বাগমুন্ডি থানা এলাকার লহরিয়া শিব মন্দির সর্বজনীন দূর্গা পূজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এবং সাথে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হল। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পদ্মশ্রী পুরস্কার প্রাপক দুখু মাঝি, সাইকেল ম্যান অক্ষয় ভগত, রাষ্ট্রপতির কাছ থেকে ছ