সমস্ত রীতি আচার আচরণ মেনে নলহাটি উদয়ন সংঘ সহ নলহাটির বিভিন্ন দুর্গা পূজো মন্ডপে শুরু হল মহা নবমীর পুজো, আজ সোমবার মহানবমী সকাল ৮:৩০টা নাগাদ নলহাটি ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন সংঘ সার্বজনীন দুর্গা পূজো মণ্ডপ সহ নলহাটির বিভিন্ন দুর্গাপূজো মন্ডপে শুরু হল মহানবমী পুজো সমস্ত রীতি আচার আচরণ মেনে, প্রায় ৩ ঘন্টা চলবে এই পুজো, তারপরে হবে মহানবমীর অঞ্জলি এবং ভোগ বিতরণ, নলহাটির বিভিন্ন দূর্গা পূজো মন্ডপে সকাল থেকেই ভক্তরা রয়েছেন মহানবমীর পুজো দেওয়ার জন্য।