তীব্র নদী ভাঙ্গনে বহু পরিবার বাড়িঘর সহ সবকিছু হারিয়ে। রতুয়ার শ্রীকান্তটোলা মুলিরামটোলা ও জিতুটোলা এই তিনটি গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে এ বছরের ভাঙ্গনে। চারিদিকে যখন উৎসবে মেতে উঠেছে মানুষ ঠিক তখন নদী ভাঙ্গনের জেরে অসহায় অবস্থায় পড়ে রয়েছে বহু পরিবার। গঙ্গা নদীর জলস্তর কমলেও আতঙ্ক বিশু ছাড়ছে না তাদের। যেকোনো সময় আবারো বিপদ আসতে পারে সেই আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। সর্বত্রই হাহাকার পরিস্থিতি।