Mathurapur 2, South Twenty Four Parganas | Sep 8, 2025
মুখ্যমন্ত্রী মমতা_বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক_বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রায়দিঘী বিধানসভা কেন্দ্রের মথুরাপুর দু'নম্বর ব্লকের কুমড়াপাড়া অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার" ক্যাম্পে অনুষ্ঠিত হয় আজ অর্থাৎ সোমবার বেলা এগারোটা নাগাদ এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা সহ বিশিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ