কৃষি মেলা যুব ফার্মার্স ক্লাবের পরিচালনায় আয়োজিত 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দিনহাটা থানা। শনিবার বিকেল পাঁচটা নাগাদ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি অংশগ্রহণ করে দিনহাটা থানা বনাম ডলফিন একাডেমি দিনহাটা। খেলার নির্ধারিত সময়ে দুই দল কোন গোল করতে না পারায় খেলা পৌঁছায় ট্রাইবেকারে। পরবর্তীতে ট্রাইবেকারে দিনহাটা থানা চ্যাম্পিয়ন হয়। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, কাউন্সিলর জাকারিয়া