আমতলী এলাকায় শ্মশান ঘাটে মৃতদেহ সৎকার নিয়ে গত মঙ্গলবার বারবিল ও সিপাইহাওর গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের মধ্যে একটি বিবাদ হয়। এই বিবাদের পরে কয় থানায় একটি লিখিত মামলা হয় সিপাইহাওর গ্রাম পঞ্চায়েতের মেম্বার ও উপপ্রধান নামে। সিপাইহাওর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করবে বলে জানিয়েছে।