Basanti, South Twenty Four Parganas | Sep 28, 2025
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা মন্ডপ ছোট হলেও জাক জমক পুজো মন্ডপ,আদিবাসী এলাকায় । বড়িয়া দক্ষিণ ঘেরি আদিবাসী পাড়া সর্বজনীন দুর্গোৎসব চুনাখালি গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বড়িয়া দক্ষিণ ঘেরি এলাকায় ১৩ বছরে পদার্পণ করল এই পূজো মন্ডপ গ্রামের সকল আদিবাসী মানুষের সহযোগিতায় পঞ্চমী ,ও ষষ্ঠী থেকে, মায়ের আরাধনা শুরু হয়ে যায় সন্ধ্যায় কচিকাঁচাদের ভিড় পুজো মণ্ডপে "দেখতে পাওয়া যায় । মন্ডপে আসেন কলকাতা পুলিশ আধিকারি আই সি বাপ্পাদিত্য নস্কর