খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শরীরে অবস্থা খোঁজখবর নিতে এসে হাসপাতাল থেকে খোয়া গেল বাইসাইকেল। ঘটনাটি আজ সন্ধ্যায়। জানা গিয়েছে, সিঙ্গিচড়া এলাকার এক ব্যক্তি রোগি দেখত আছেন। বাই সাইকেল স্ট্যান্ডে দেখে রোগী দেখার জন্য হাসপাতালে যান হাসপাতাল থেকে এসে দেখে বাইসাইকেল নেই।