চক্ষুদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে উদ্যোগ নিল মালদা জেলা স্বাস্থ্য দপ্তর ও মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ভবনে একটি কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুদীপ্ত ভাদুরি, মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতি মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। মুখ্য স্বাস্থ্য অধিকারিক জানান, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে আমরা আরও মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি।