সরকারি আবাস যোজনা তালিকায় নাম নেই। মিলেনি কোনো সরকারি সহযোগিতা অবশেষে নিজের বেতনের টাকা দিয়ে পাকা বাড়ি নির্মাণ করে দিল বিজেপি বিধায়ক বিশাল লামা। কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের বাসিন্দা বাগানের অস্থায়ী শ্রমিক রুণা বিশ্বকর্মা তার স্বামী গত হয়েছে অনেকদিন হয়েছে তারা ছোটো ছোটো দুটো সন্তান। তার আবাস যোজনায় নাম নেই এদিকে তার ঘরের অবস্থা খুব খারাপ ছিল বসবাসের যোগ্য ছিলনা। বিধায়ক বেতনের টাকায় ঘর তৈরি করে দিল।