দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে বেহাল হয়ে পড়েছে পুরুলিয়া কোটশিলা শাখার ডুড়গু রেল লেভেল ক্রসিং টি । যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পারাপার করতে হচ্ছে সাইকেল, বাইক আরোহী সহ সাধারণ মানুষ এবং ছোট বড় যানবাহন গুলিকে । পুরুলিয়া রাঁচি রোডের উপর অবস্থিত এই রাস্তা দিয়ে প্রতিদিন বেশ কয়েক হাজার যানবাহন যাতায়াত করে থাকে । রেল ট্যাকের উপর রাস্তা অসমতন হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে । শীঘ্রই সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী ।