গতকাল রাত ১১ঃ১৫ মিনিট নাগাদ আগরতলা থেকে তেলিয়ামুড়া থেকে একটি গাড়ি যখন আসছিল তখন বড়মুড়া পাহাড়ি এলাকায় দুষ্কৃতিকারীরা গাড়ি থামিয়ে যাত্রীদেরকে মারধর করে টাকা সহ মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ একটি ছিনতাই মামলা নিয়ে তদন্ত শুরু করে। তবে এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় গাড়িচালকসহ যাত্রীদের মধ্যে।