এ বছর গঙ্গা তীব্র তান্ডব লীলা দেখিয়েছে মালদার রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে।জিতুটোলা শ্রীকান্তটোলা,মুলিরামটোলা গ্রাম জনমানুষ শূন্য হতে বসেছে। তীব্র নদী ভাঙ্গন বন্যা প্লাবিত হওয়ার পর এলাকা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক এখনও রয়েছে। বহু পরিবার গ্রাম ছেড়ে দিয়েছে। পড়ে রয়েছে ধ্বংসাবশেষ কিছু স্মৃতি। অসহায় পরিবারগুলি গ্রাম ছেড়ে দেওয়ার পর মানুষ শূন্য হতে যাচ্ছে এই গ্রামগুলি। বাড়ি ঘরের ভাঙ্গা অংশ আজও স্মৃতি মনে পড়েছে গ্রামবাসীদের।