BSF ক্যাম্পের তার কাঁটার ফেন্সিং কেটে নেওয়ার অভিযোগ, বরণ বেড়িয়া থেকে গ্রেফতার যুবককে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, ধানতলা থানার দত্তপুলিয়া এলাকায় থাকা BSF ক্যাম্পের সীমানা নির্ধারণের জন্য তৈরি পাঁচিলের ওপর বসানো তার কাঁটার ফেন্সিং এর বেশ কিছুটা অংশ রাতের অন্ধকারে কেটে নেয় জনাকোয়েক দুষ্কৃতী। সেই ঘটনায় BSF এর পক্ষ থেকে ধানতলা থানায় অভিযোগ জানানো হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই সেই ঘটনায় যুক্ত অভিযোগে এক যুবককে বরনবেড়িয়া থেকে গ্রে