গঙ্গারামপুরের B.L.R.O অফিসে অসাধু দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ তুলো শাসক দলের জনপ্রতিনিধিরা। শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট নাগাদ এই অভিযোগ তুলে ধরেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ একাধিক জনপ্রতিনিধি।এদিন তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকারের নেতৃত্বে, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, জেলা পরিষদের আরও দুই সদস্য এবং একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান উপস্থিত হয়ে B.L.R.O এর কাছে মৌখিকভাবে একাধিক অভিযো