ধৃতের নাম শ্রীমন্ত মালিক। মাধবডিহি থানার কোয়াড়া গ্রামে তার বাড়ি।শুক্রবার সন্ধ্যায় কোয়াড়া কালীতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়াড়া গ্রামের সনৎ নেগেলের কাছ থেকে কিছুদিন আগে ৮০০ টাকা ধার নেয় শ্রীমন্ত।বৃহস্পতিবার তিনি টাকা চাইতে যান। কিন্তু টাকা দিতে অস্বীকার করে শ্রীমন্ত। এনিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে।সেই সময় আচমকা পাশে পড়ে থাকা একটি লাঠি দিয়ে তাকে মারে