মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভাজাচাউলী গ্ৰাম পঞ্চায়েতের হরিনাপাশদলবাড় সংসদে ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি, স্বপন কুমার বাগ উপ- প্রধান ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত বিভাষ চন্দ্র বেজ সদস্য ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত,উজ্জল প্রধান সদস্য ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য ব্যক্তিবর্গ।