পাবলিক এপের খবরের জের। শনিবার সকাল থেকে বানারহাট ব্লকের চামুর্চি চেকপোস্টে বেহাল আন্তর্জাতিক সার্ক রোডের মেরামতের কাজ শুরু করল বর্ডার রোড অর্গানাইজেশনের সংস্থা গ্রিফ।উল্লেখ্য এই সার্ক রোডটি এতটাই খারাপ অবস্থা ছিল যে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে যেত।আর দুর্ঘটনা ঘটে গেলে রাস্তাতেই জাম লেগে যেত।এই রাস্তা প্রতিদিন কয়েক হাজার গাড়ি ভুটান প্রবেশ করে। ছোট চাকা থেকে শুরু করে বড় চাকার গাড়ি সমস্ত গাড়ি গুলো সকাল থেকে বিকেল পর্যন্ত ভুটানে যাওয়া আসা করে।