*খোয়াই মহিলা থানায় অশ্লীল ভিডিও কাণ্ডে চাঞ্চল্য* সামাজিক মাধ্যমে এক নিপিরিতার অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ন্যায়ের আশায় খোয়াই মহিলা থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগ, থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুমিত্রা কুরি জানান—অফিস বন্ধ হয়ে গেছে, আজ আর কোনো কাজ হবে না, আগামীকাল সকালে আসতে হবে। এমন সংবেদনশীল ঘটনার পর পরিবারটি সংবাদমাধ্যমকে জানায়।