হাড়োয়া ব্লকের কুলটি পঞ্চায়েতের চৌধুরীচক শান্তিময় শিক্ষা নিকেতন হাইস্কুলে সোমবার সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠিত হল আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প।কুলটি পঞ্চায়েতের ৭০ এবং ৭১ নং বুথ নিয়ে অনুষ্ঠিত আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন মিনাখাঁ বিধানসভার বিধায়ক ঊষারাণী মন্ডল, জেলা পরিষদের পরিষদিয় দলনেতা মৃত্যুজ্ঞয় মন্ডল, সিরাজুল ইসলাম, অতনু সরদার,পঞ্চায়েত প্রধান হাবিব আলী, ইউনুস আলী সহ বিশিষ্টজনেরা।