জলের তলায় চিল্কীগড় কজওয়ে, বিচ্ছিন্ন জামবনি ব্লকের পূর্ব প্রান্তের জামবনি থানার সঙ্গে পশ্চিম প্রান্তের ব্লক সদর গিধনির যোগাযোগ ব্যবস্থা। শনিবার দুপুর নাগাদ এমনি চিত্র লক্ষ্য করা যায়। জানা যায় নিম্নচাপের জেরে গত দুদিনের টানা বৃষ্টিপাতের কারণে বৃদ্ধি পায় ডুলুং নদীর জল, নদীর জল প্রবল স্রোতে বইতে থাকে জামবনি ব্লকের চিল্কীগড় কজওয়ের উপর। বিচ্ছিন্ন হয় জামবনি ব্লকের পূর্ব প্রান্তের জামবনি থানার সঙ্গে পশ্চিম প্রান্তের ব্লক সদর গিধনির যোগাযোগ ব্যবস্থা।