আসন্ন দূর্গা ও কালী পূজাকে কেন্দ্র করে মধুপুর থানা এলাকার বিভিন্ন ক্লাব ,বাড়ি কিংবা বারোয়ারি পূজা কমিটি স্থানীয় নেতৃত্বে সহ প্রশাসনের আধিকারিক এর বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সেনথিয়া ips, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিদায়িকা অন্তরা সরকার দেব, মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী সহ অন্যান্যরা।