Download Now Banner

This browser does not support the video element.

ইটাহার: ইদুজ্জোহা উপলক্ষ্যে খরনা গ্রামের ইদগাহ মাঠে নমাজে অংশ নিলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা ইটাহারের MLA

Itahar, Uttar Dinajpur | Jun 7, 2025
পবিত্র ঈদুজ্জোহায় আনন্দ উৎসবে মেতেছেন আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সেইমত এদিন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশারফ হুসেন। শনিবার তিনি ইটাহারের ছয়ঘরা অঞ্চলের খরনা গ্রামে ঈদগাহ মাঠে নামাজ পাঠে অংশ নেন। নামাজ পাঠ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় এবং এলাকার যুবকদের সঙ্গে খোস মেজাজে সেলফি নিতে দেখা যায় ইটাহারের বিধায়ককে।
Read More News
T & CPrivacy PolicyContact Us