একটি এজেন্সির মাধ্যমে পুরুলিয়া দু নম্বর ব্লকের কুস্তাউর গ্রামীণ হাসপাতালে নিযুক্ত তিনজন চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মী সম্পূর্ণ মাইনে পাচ্ছেন না বলে অভিযোগ । বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন পুরুলিয়া বিধায়ক । আজ বিকালে ওই হাসপাতালে যান বিধায়ক সুদীপ মুখার্জী । ওই কর্মীদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ।