অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাবার চাষীদের মুখে হাসি ফোটাতে শুরু করল ত্রিপুরার রাবার বোর্ড। ফাঙ্গাস জনিত রোগের কারণে আক্রান্ত হয়ে পড়েছে রাবার চাষীরা। বৃহস্পতিবার সকালে বিশালগড় মহকুমা পূর্ব চম্পামুড়া আর পি সি সংলগ্ন সরকারিভাবে রাবার বোর্ড তরফ থেকে বিশেষ ধরনের মাধ্যমে প্রতিষেধক ঔষধ স্প্রে করা কাজ শুরু করা হয়। খুশি রাবার চাষিরা।