দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়। মঙ্গলবার ও বুধবার 2 দিনে দুই বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনী পায়েলের, পায়েল হলুদ-কালো ডোরা কাটা বাঘ। পায়েলকে বাইরে থেকে আনা হয়েছিল বলে সূত্রের খবর, বয়স ছিল ১৭ বছর। অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হয়েছে গতকাল। নাম রূপা, রূপার বয়স ২১ বছর। রূপার জন্ম হয় এখানেই, রূপা সাদা একটি বাঘ। ৩ জন পশু চিকিৎসকদের দল গঠন হয়েছে, তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কি কারণে মৃত্যু হলো।