মঙ্গলবার হুগলি তারকেশ্বর থানার অন্তর্গত বিনোগ্রাম এলাকায় প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে টোটো এবং অটোচালকদের মধ্যে বচশা ও মারধরের অভিযোগ। অটো চালকের বিরুদ্ধে টোটো ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন টোটো চালক মেহেবুব হোসেন মল্লিক, অটো ইউনিয়নের দাবি আরটিও পারমিট রোড আমাদের মারধরের অভিযোগ মিথ্যা।