গোরু পাচার রুখতে ব্যর্থ বিভাগীয় সাজার মুখে দুই পুলিশ আধিকারিক। মেখলিগঞ্জের তিস্তা নদী পথ দিয়ে গোরু পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুলিশও বেশ কয়েকটি গোরু উদ্ধার করেছে। জানা গেছে গোরু পাচার রুখতে মেখলিগঞ্জ থানার এএসআই প্রবীর কুমার রায় ও বকুল মিয়াঁকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু গত পরশুদিন তিস্তা চর থেকে বিএসএফ ২২ টি গোরু উদ্ধার করে। তারপরই জেলা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়।