দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের এবারের দুর্গাপুজোর থিম ‘এসন’। মণ্ডপে ফুটে উঠেছে নারীশক্তির লড়াই ও প্রতিষ্ঠার প্রতীকী চিত্র। দুর্গার দুটি হাতে মহিষাসুর বধের দৃশ্য থাকলেও বাকি আট হাতে তিনি সামলাচ্ছেন রান্নাঘর থেকে মহাকাশ—জীবনের সব ক্ষেত্র। কন্যাভ্রূণ হত্যা, বাল্যবিবাহ, যৌন হেনস্থার মতো সামাজিক সমস্যার মাঝেও নারীর স্বমহিমায় প্রতিষ্ঠার বার্তা দিতেই এই বিশেষ থিম।