টলিউডের সুপারস্টার দেব অভিনীত বাংলা ছবি রঘু ডাকাত। শনিবার দুপুর একটা নাগাদ সেই ছবিই প্রমোশন হয়ে গেল মালদায়। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে রঘুয় ডাকাতের পুরো টিম নিয়ে সিনেমার প্রমোশন করলেন সুপারস্টার দেব। তাই তাকে দেখতে ভিড় উপচে পড়ল সিনে প্রেমীদের। তাদের ভিড়ে তৈরি হল সাময়িক বিশৃঙ্খলা। যদিও পরিস্থিতি সামাল দিলেন দেবের নিরাপত্তা কর্মীরা।