করম পূজা উপলক্ষে সোমবার দুপুরে বালুরঘাট রবীন্দ্র ভবনে আয়োজন হলো করম পূজা মিলন উৎসব। জেলার প্রায় আড়াইশো করম পূজা কমিটি এই অনুষ্ঠানে অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ললিতা তিজ্ঞা ও আদিবাসী বিকাশ পরিষদের জেলা সম্পাদক অশোক কৃষ্ণ কুঁজুর। ভাতৃত্বের বন্ধন গড়ে তুলতেই আদিবাসী সমাজ এই উদ্যোগ নেয়। অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।