তীব্র নদী ভাঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়ানো মানিকচক ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। নদী ভাঙ্গনের সমস্ত কিছু হারিয়ে বহু পরিবার এই এলাকায় বসবাস করছে। দিন কয়েক আগে ভাঙ্গন হওয়ায় প্রশাসনের তরফে বস্তা ফেলে কাজ করা হয়েছিল। কিন্তু সেই ভাঙ্গন রোধের কাজের অংশ এবং নদীপাড় গোটাটাই তলিয়ে গেছে। ভয়াবহতার সাথে নদীর পারে ভাঙ্গন হয় এই সমস্ত পরিবার নিজেদের বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তবে এলাকার বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।