রাজ ঐতিহ্যমেন ে বড় দেবীর নিরঞ্জন হয়ে থাকে লম্বা দিঘিতে। তবে বৃহস্পতিবার বড় দেবীর নিরঞ্জনের সময় দেখা গেল লম্বা দিঘিতে কচুরিপানা ভর্তি। এই নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করলেন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার। তিনি বলেন কোন এক এজেন্সি এই কাজ করেছে তবে ঘাট পরিষ্কার না করেই তারা চলে গেছে। বড় দেবী কোচবিহার বাসির আবেগ। এই বিষয়টি মেনে নেওয়া যায় না আমি পৌরসভার থেকে জিসিপিএলে এখন সেই আবর্জনা ছড়াচ্ছে বিষয়টি নিয়ে জেলাশাসককে জানাবো।