দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত কুলপি বিডিও অফিসে গরিব মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিল প্রশাসন। কুলপির বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৭২ জন স্বামী স্ত্রীর হাতে সরকারিভাবে তাদের জমির পাট্টা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কুলপির বিধানসভার বিধায়ক জাগরণ হালদার কুলপি থানার ওসি কুলপি ব্লক আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ