আগামীকাল নবম এবং দশম শ্রেণীর জন্য রাজ্য জুড়ে রয়েছে এসএসসি পরীক্ষা। পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার একমাত্র পরীক্ষা কেন্দ্র পুঞ্চা রামানন্দ সেন্টেনারি কলেজ। শনিবার বেলা ২ টা নাগাদ সেই কলেজে দেখা গেলো জোরকদমে চলছে পরীক্ষা প্রস্তুতি।খতিয়ে দেখা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থা ,চেকিং করা হচ্ছে পরীক্ষার রুম গুলি।জানা যায় পরীক্ষা কেন্দ্রটিকে ২৪ ঘন্টা সিসিটিভি নজরদারিতে রেখেছে পুঞ্চা থানার পুলিশ।