3 মাস ধরে বন্ধ বিল পাসের দাবিতে SDO অফিসের সামনে অবস্থান বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের।বুধবার অফিসের গেটের সামনে বসে পড়েন তারা।তাঁদের দাবি,আরামবাগে নতুন CDPO দ্বায়িত্ব না নেওয়াই জুন,জুলাই ও আগস্ট মাসের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবতীয় খরচার বিল পাস হচ্ছে না,ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে।বুধবারের মধ্যে সমাধান না হলে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং CDPO অফিসে তালা লাগিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।সমস্যার সমাধানের মৌখক আশ্বাস দিয়েছেন SDO।